English
Isa Khan, the leader of the Baro Bhuiyans (বারো ভূঁইয়া), was once returning to the capital with his convoy of Kosha Boats (কোশা বহর). On the way he stopped for the night at the palace of a local king named Kedar Rai. During his stay, a beautiful young girl named Swarnamoyee caught his attention. He was so infatuated with her, that he had her abducted and taken along with him and his convoy before sunrise. On the trip back to the capital, he filled up his boats with jewels and sweets to prepare for a grand wedding ceremony. While traveling through the Brahmaputra, Isa Khan had a vision of Gangadevi, the water goddess, who demanded a boat full of sweets as tribute. Isa Khan decided to ignore the vision and continue on his journey. But all of a sudden, in the middle of calm waters, one of his boats began to sink. The other boats tried to pull it up with chains. But alas, it was as if something supernatural was dragging the boat into the water.
Years passed by, and the riverbed is now exposed as the river changed its course. There is still a mound of earth in the shape of a Kosha boat where the boat sank. There are rumors that on the night of every new moon, bright lights can been seen coming out of the mound. One curious villager used a shovel to dig through the mound and, to his surprise, he saw blood begin to ooze out of the earth. Since then, that villager had lost his hearing and all of his descendants have been born deaf.
বাংলা
বারো ভূঁইয়াদের নেতা ঈসা খাঁ একবার তার কোষা নৌকা বহর নিয়ে রাজধানীতে ফিরছিলেন। পথে কেদার রায় নামের এক স্থানীয় রাজার প্রাসাদে তিনি রাত্রি যাপন করেন। সেখানে অবস্থানকালে স্বর্ণময়ী নামের এক সুন্দরী তরুণী তার দৃষ্টি আকর্ষণ করে। তিনি তার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পরেন যে মেয়েটিকে অপহরণ করে সূর্যোদয়ের আগেই নৌকাবহর নিয়ে রওনা দেন। রাজধানীতে ফেরার পথে, তিনি একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি নেবার জন্য গহনা এবং মিষ্টি দিয়ে অনেক গুলো নৌকা ভর্তি করেন। ব্রহ্মপুত্রের মধ্য দিয়ে ভ্রমণ করার সময়, ঈসা খাঁ স্বপ্নে গঙ্গাদেবীর দর্শন পেয়েছিলেন। দেবী উপহার হিসাবে মিষ্টি ভরা একটি নৌকা দাবি করেছিলেন। ঈসা খাঁ সে কথা উপেক্ষা করে তার যাত্রা চালিয়ে যান। কিন্তু হঠাৎ, শান্ত জলের মাঝখানে, তার একটি নৌকা ডুবতে শুরু করে। অন্য নৌকাগুলো শিকল দিয়ে সেটাকে টেনে তোলার চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা আর হয়না। মনে হচ্ছিলো, অলৌকিক কিছু যেন নৌকাটিকে ভর করেছে।
তারপর অনেক বছর কেটে গেছে। নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় নদীর তল এখন উন্মুক্ত। যেখানে নৌকাটি ডুবেছিল সেখানে এখনও কোষা নৌকার আকারের একটি মাটির ঢিবি রয়েছে। প্রতি অমাবস্যার রাতে নাকি সেই ঢিবি থেকে আলো ঝিলিমিলি করে। একবার এক লোক নিজের কৌতূহল মেটাতে কোদাল দিয়ে ঢিবিতে একটি কোপ মারেন এবং মাটি থেকে গল গল করে রক্ত প্রবাহিত হতে শুরু করে। সেই দিন থেকে উনি তার শ্রবণশক্তি হারিয়ে ফেলেন এবং তারপর থেকে তার সমস্ত বংশধর বধির হয়ে জন্মায়।