Can mate with humans to produce human offspring. Can ride the clouds (Maya megh). Black colored blood. Home world: Valley of Rakkhosh. Palace of Rakkhosh filled with dead animals. Their lives are tied to hornet wasp couple that lives inside a golden can.
রাক্ষসের খিদে অসীম। এদের সারাক্ষণ খিদে পেয়ে থাকে। হাজার খেলেও পেট ভরে না। তবে এরা সবকিছু খায় না। এদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মানুষ। তাই এদেরকে বলা চলে মানুষখেকো ভূত। কিছু সূত্রে জানা যায় রাক্ষস চোখে দেখে না। কিন্তু এদের গন্ধ শোঁকার অদ্ভুত ক্ষমা আছে। গন্ধ শুঁকে শুঁকে এরা মানুষ ধরে খায়। একবার মানুষের গন্ধ পেলেই বলে ওঠে- হাউ মাউ খাউ, মানুষের গন্ধ পাউ! তবে রাক্ষসরা রাস্তা ঘাটে চলাফেরা করে না। সাধারণত পুরনো ভাঙা বাড়ি কিংবা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকে এরা। সারাক্ষণ মানুষের আশায় ওঁত পেতে বসে থাকে।